ভোজ্যতেলের আমদানি কমিয়ে দেশেই তৈলবীজ উৎপাদন বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

|

একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভোজ্যতেলের আমদানি কমিয়ে দেশেই সয়াবিন, সূর্যমূখী, বাদামসহ নানা তৈলবীজ উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে নতুন সেতু তৈরির সময় নিচ দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা রাখা এবং সৈয়দপুর ও পাহাড়তলীর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়ানোর অনুশাসন দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে একনেক সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই এসব নির্দেশনা দেন তিনি। একনেকে সংসদ সদস্যদের নির্বাচনী প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সেখানে ১৭ হাজারের বেশি সামাজিক ও ধর্মীয় স্থাপনা উন্নয়নে খরচ হবে ১ হাজার ৮২ কোটি টাকা। একনেকে ১৫ হাজার ৭৪৪ কোটি টাকার মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এই সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সন্তোষজনক। কৃষি ও শিল্প উৎপাদনের পাশাপাশি বেড়েছে রফতানিও। তবে কিছু গণমাধ্যম এসব অর্জনকে ভিন্ন রঙ দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply