গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহতের গুজবে যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ

|

যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আহত শ্রমিক মনির হোসেনের (২৭) মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বাস-ট্রাক। মনির হোসেন আলিফ ক্যাজুয়াল লিমিটেডের ইলেকট্রিশিয়ান।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর পৌনে দুইটায় এ ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, কলম্বিয়া কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই শ্রমিক নিহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত অন্য শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং অর্ধশতাধিক বাস-ট্রাক ও প্রাইভেটকার ভাঙচুর করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জন নাজমুল হোসেন জানায়, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বেলা ৩টায় যানচলাচল ফের স্বাভাবিক হয়। ঘটনাস্থলে জিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তা, বাসন থানা পুলিশ এবং শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply