করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১২১

|

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর আগে, গতকাল সোমবারও করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২১ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৭৪টি।

মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন। আর মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ১১৭ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply