রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের ২ বছর আজ। তবে এখনও হত্যার মূল পরিকল্পনাকারী একই বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুদ্ধ নিহতের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা। অধ্যাপক রেজাউল করিম হত্যার দু’বছর উপলক্ষে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার সকালে ইংরেজি বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন তারা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ অবস্থান নেন শিক্ষক-শিক্ষর্থীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মামলার প্রধান আসামিকে গ্রেফতারসহ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন। আগামী ৮ মে দ্রুত বিচার ট্রাব্যুনালে রায় ঘোষণা হবে।
২০১৬ সালের ২৩ এপ্রিল বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয় শিক্ষক রেজাউল করিমকে। মামলায় ৮ আসামির ৩ জন ক্রসফয়ারে নিহত। কারাগারে মারা যায় একজন। চারজন জেলখানায় অন্তরীণ রয়েছে। প্রধান আসামি শরিফুলকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply