মানিকগঞ্জে পিকআপের চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের

|

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের ভেতরে পিকআপভ্যান চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে স্কুলের প্রধান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৪-৫ জনকে।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে এ দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানা গেছে।

মামলায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের চেয়ারম্যান শহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান এনইডির কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক
আছেন। স্কুলের মূল ফটকেও ঝুলছে তালা।

এর আগে, ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাক চাপায় শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply