‘অস্তিত্ব সঙ্কটে পড়লে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া’

|

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অস্তিত্ব সঙ্কটে পড়লে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। খবর সিএনএনের।

মঙ্গলবার (২২ মার্চ) সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রচ্ছন্ন এ হুমকি দেন ক্রেমলিন মুখপাত্র।

সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ বলেন, দেশের সুরক্ষায় নিজস্ব কিছু নীতিমালা আর শক্ত অবস্থান রয়েছে রাশিয়ার। যা প্রায় গোটা বিশ্বই জানে। পাশাপাশি সবাই এটাও জানে- ঠিক কোন পর্যায়ের কোনঠাসা হলে গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, অস্তিত্ব সঙ্কটে পড়লে রাশিয়া অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply