ইসরায়েলে শপিংমলে ছুরিকাঘাত, নিহত ৪

|

সাবেক এক আইএস সদস্যের ছুরিকাঘাতে ৪ জনের নিহত হবার খবর পাওয়া গেছে

ইসরায়েলের বিরশেবা এলাকার একটি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছে কমপক্ষে ৪ জন ইহুদি। খবর বিবিসির।

মঙ্গলবার (২২ মার্চ) চালানো ঐ হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর পাল্টা অভিযানে প্রাণ হারায় হামলাকারীও।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি পুলিশ। তারা জানায়, নিজস্ব গাড়ির মাধ্যমে শপিংমলের বাইরে ওই অস্ত্রধারী এ নাশকতা চালায়।

পুলিশের বিবৃতি অনুসারে, ৩৪ বছরের ঐ হামলাকারী বেদুঈন অধ্যুষিত শহর হুরার বাসিন্দা। ২০১৫ সালে, জঙ্গি গোষ্ঠী- আইএসে যোগদানের উদ্দেশে সিরিয়াতেও গিয়েছিল সে। ফেরার পর চার বছর ছিল কারাগারে।

এরই মাঝে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি হামলার মূলহোতাদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, চলতি মার্চ মাসেই, ছুরিকাঘাতের দায়ে প্রায় ২৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply