‘চেরনোবিলের গবেষণাগার লুট ও ধ্বংস করেছে রুশ সেনারা’

|

ছবি: সংগৃহীত


ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি গবেষণাগার লুট ও ধ্বংস করার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। গত মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই বিদ্যুৎ কেন্দ্রটির দখল নেয় তারা। খবর বিবিসির।

বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে চেরনোবিলের এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। জানা গেছে, রুশ বাহিনী চেরনোবিলের সেন্ট্রাল অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি ধ্বংস করেছে। এ ল্যাবরেটরিটি বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করতো।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। এক সাথে তিন দিক দিয়ে দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। অভিযান শুরুর প্রথম দিনেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রাশিয়া। দখলের পর পরমাণু কেন্দ্রের ভেতরে সেখানকার কর্মীদের জোরপূর্বক আটকে রাখার অভিযোগ আছে রুশ সেনাদের বিরুদ্ধে।

সামরিক অভিযান শুরুর প্রথম দিনেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছিল রাশিয়া। দখলের পর পরমাণু ক্রেন্দ্রের ভেতরেই কর্মীদের আটকে রেখেছিল রুশ সেনারা।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ওই দিনটি ইতিহাসে চেরনোবিল ডিজাস্টার হিসেবে পরিচিত।

এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply