মেয়েদের স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধের নির্দেশ দিলো তালেবান

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পর আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলে ক্লাস শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই স্কুল ছেড়ে ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে তালেবান। খবর এএফপির।

জানা গেছে, বুধবার (২৩ মার্চ) স্কুল খোলার খবর সংগ্রহ করতে গিয়ে কাবুলের জারঘোনা গার্লস স্কুলে একজন সাংবাদিক ছাত্রীদের ক্লাসে ফেরার ছবি তোলার খবর জানাজানি হলে কয়েক ঘণ্টার মধ্যেই আবার মেয়েদের স্কুলগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে তালেবান।

এএফপি জানিয়েছে, তাদের (এএফপির) একটি টিম কাবুলের জারঘোনা গার্লস স্কুলে শিক্ষার্থীদের ছবি তুলছিলেন। এসময় এক শিক্ষক সেখানে এসে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

তালেবানের শিক্ষা বিষয়ক মুখপাত্র আজিজ আহমেদ রায়ানকে মেয়েদের স্কুল বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা সত্যি তবে আমরা এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবো না।

এদিকে, তালেবানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষক সঙ্কটের কারণে স্কুলে পাঠদান করাটা বেশ কঠিন। আমরা শিক্ষক সঙ্কট দূরীকরণে স্বল্প মেয়াদে শিক্ষক নিয়োগের কথা ভাবছি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ফের বন্ধ ঘোষণা করায় হতাশ আফগান ছাত্রীরা। এতদিন পর ক্লাসে ফিরেও কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ি ফেরার নির্দেশে অনেককেই দেখা গেছে অশ্রুসজল চোখে ব্যাগ গোছাতে।

উল্লেখ্য, ২০ বছর পর গত বছরের ১৫ আগস্ট আবারও আফগানিস্তানের ক্ষমতায় আরোহন করে তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। তবে সরকার গঠন করলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply