Site icon Jamuna Television

সাংবাদিককে হুমকি, সালমান ও তার দেহরক্ষীর বিরুদ্ধে ফৌজদারি মামলার সমন জারি

ছবি: সংগৃহীত।

রাস্তায় ছবি তোলার জেরে হুমকি দেয়ায় সালমান খান ও তার দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন অশোক পান্ডে নামের এক সাংবাদিক। সেই মামলায় এবার সালমান ও নওয়াজকে সমন পাঠিয়েছে মুম্বাইয়ের স্থানীয় আদালত। ভারতীয় দন্ডবিধি ৫০৪ ও ৫০৬ ধারায় সলমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খান।

জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি পুরনো। ২০১৯ সালে রাস্তায় সালমান খানকে ঘিরে ছবি তোলায় সাংবাদিক অশোক পান্ডের মোবাইল ফোন কেড়ে নেন অভিনেতা। তার সাথে বাক-বিতন্ডায় জড়ান সালমানের দেহরক্ষীও। অশোক পান্ডেকে হুমকি দেয়ার অভিযোগও ওঠে। এরপরই সালমান ও তার দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করেন ওই সাংবাদিক।

সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আগেই মুম্বাই কোর্ট এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল এবং দ্রুত সময়ের মধ্যে সেই তদন্তের রিপোর্টও জমা দিতে বলা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই এবার সমন পাঠালো আদালত। এই মামলার আগামী শুনানি ৫ এপ্রিল।

এসজেড/

Exit mobile version