তাসকিন আহমেদের সুসময় চলছেই। সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে দ্বিতীয় পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসে তিনি ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার কাইল ভেরাইন্নাকে। এরপরের ওভারে দারুণভাবে বাড়তি বাউন্স আদায় করে এই স্পিডস্টার ফিরিয়ে দিয়েছেন ক্রিজে থিতু হয়ে যাওয়া ইয়ানেমান মালানকে। টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনার পর প্রোটিয়াদের সংগ্রহ এখন ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান।
এর আগে, টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়েইন পারনেলের জায়গায় ডোয়াইন প্রিটোরিয়াস, এই একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় টেম্বা বাভুমার দল। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। তবে মেহেদি মিরাজ বোলিং আক্রমণে এসে ভাঙেন ৪৬ রানের উদ্বোধনী জুটি; তাতে রানের গতিও সাময়িকভাবে কমে যায়। ডি কক থামেন ৮ বলে ১২ রান করে। এরপর ভেরাইন্নাকে নিয়ে ২০ রানের জুটি গড়েন ইয়ানেমান মালান। তবে তাসকিন আহমেদের বলে প্লেইড অন হয়ে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন কাইল ভেরাইন্না। ১ ওভার বিরতি দিয়ে ওপেনার ইয়ানেমান মালানকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে দারুণভাবে ম্যাচে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তাসকিন।
ক্রিজে এখন আছেন টেম্বা বাভুমা ও র্যাসি ভ্যান ডার ডাসেন। সিরিজটিতে বর্তমানে ১-১’এ সমতা বিরাজ করছে।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিং বেছে নিল দক্ষিণ আফ্রিকা, দেখে নিন একাদশ
এম ই/
Leave a reply