এপ্রিলের শেষের দিকে ইউক্রেনে রাশিয়ান আক্রমণের সক্রিয় পর্যায় শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। এরইমধ্যে রাশিয়ান অগ্রগতি অনেক ক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে বলেও দাবি তার। খবর আল জাজিরা ও রয়টার্সের।
ইউক্রেনীয় টেলিভিশনে বক্তৃতাকালে আরেস্তোভিচ বলেন, রাশিয়া এরইমধ্যে তার আক্রমণকারী বাহিনীগুলোর ৪০ শতাংশ হারিয়েছে। এছাড়াও রাশিয়ার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাও নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারে ন্যাটোকে সতর্ক করেছে রাশিয়া। গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছিল, ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে প্রস্তাব তোলা হবে। এরই প্রতিক্রিয়ায় এমন সতর্কবার্তা দিল রাশিয়া।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ইতালিতে মরতে পারে হাজারো গরু!
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ইউক্রেনে ন্যাটো পাঠানো হলে সেটি রাশিয়া এবং ট্রান্সআটলান্টিক সামরিক জোটকে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি তারা বুঝতে পেরেছে যে তারা কী বিষয়ে কথা বলছে।
জেডআই/
Leave a reply