পোল্যান্ডের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বিষয়টি নিশ্চিত করেন। খবর আল জাজিরার।
এক টুইট বার্তায় কামিনস্কি বলেন, কূটনীতিক হিসেবে পরিচিত ৪৫ জন রুশ গুপ্তচরকে বহিষ্কার করেছে পোল্যান্ড। আমাদের দেশে আমরা রাশিয়ান বিশেষ পরিষেবা নেটওয়ার্ক ভেঙে দিচ্ছি।
বিষয়টি নিশ্চিত করেছেন পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভও। তিনি সাংবাদিকদের বলেন,অভিযুক্ত ৪৫ জনকে পোল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। তবে এই ধরণের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: এপ্রিলের মধ্যে দুর্বল হবে রাশিয়ান আক্রমণ: ইউক্রেন
ইউক্রেনে রুশ হামলার বিরোধিতা শুর থেকেই করে আসছে পোল্যান্ড। ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীরা বেশিরভাগই আশ্রয় নিয়েছেন ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডে। ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছিল পোল্যান্ড। এর প্রতিক্রিয়ায় ন্যাটোকে সতর্কবার্তাও দিয়েছে রাশিয়া।
জেডআই/
Leave a reply