জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

|

দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় এবং সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। আজ বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২০। এই পুরস্কার প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় আজ। সেখানে ৭টি শাখায় মোট ৩২ জনকে পুরস্কার দেয়া হয়েছে। সেই সাথে ছিল জঁমকালো সাংস্কৃতিক আয়োজন, বসেছিল তারকাদের মেলা।

২০২০ সালের এই পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ও ‘গোর’। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গেছে সিয়াম আহমেদের ঝুলিতে। ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের জন্যই এই খেতাব পেলেন তিনি। অন্যদিকে ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন দীপান্বিতা মার্টিন।

বিশ্বসুন্দরীতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু। অন্যদিকে ‘গণ্ডি’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ।

এবার শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। গণ্ডি সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছে ঋদ্ধি। এছাড়া একই ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন ফাখরুল আরেফীন খান। সাকিব খান অভিনীত ‘বীর’ ছবির জন্য শ্রেষ্ঠ খল নায়কের পুরস্কারটি উঠেছে মিশা সওদাগরের হাতে।

এছাড়া ‘হৃদয় জুড়ে’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন বেলাল খান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন মাহমুদুল হক ইমরান। ‘বীর’ ছবির জন্য সোমনূর মনির কোনাল এবং ‘বিশ্বসুন্দরী’ ছবিতে গানের জন্য দিলশাদ নাহার কনা যৌথভাবে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন।

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ‘তুই কি আমার হবি রে’ গানটি লেখার জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার গেছে কবির বকুলের ঝুলিতে। যৌথভাবে ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply