ন্যাটো-জি সেভেন-ইইউ সম্মেলনে বোঝা যাবে কারা ইউক্রেনের প্রকৃত বন্ধু: জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

ন্যাটো, জি-সেভেন ও ইইউ সম্মেলনে বোঝা যাবে কারা ইউক্রেনের প্রকৃত বন্ধু আর কারা বিশ্বাসঘাতক। এক ভিডিওবার্তায় এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যথেষ্ট সামরিক সহায়তা না পাওয়ায় এ সময় পশ্চিমাদের সমালোচনাও করেন তিনি। আহ্বান জানান রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের। এছাড়াও রাজপথে বিক্ষোভের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, এই তিন সম্মেলনে দেখা যাবে কারা আমাদের প্রকৃত বন্ধু, কারা সহযোগী আর কারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইউক্রেনের আকাশ নিরাপদ নয়। আমাদের যথেষ্ট বিমান, আধুনিক মিসাইল প্রতিরোধী অস্ত্র ও ট্যাংক দেয়া হয়নি। ন্যাটো, ইইউ আর জি সেভেন সদস্যদের কাছে আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ আশা করছি।
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: মারিওপোলে ব্যাপক বোমা বর্ষণ রুশ বাহিনীর
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply