হেফাজতে থাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বংশাল থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তাদের বংশাল থানায় নিয়ে গেলে পুলিশ ভ্যান থেকে নামানোর সময় ছিনতাইকারী ইমন এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। এ সময় এএসআই কাজল ইসলাম, দুই কনস্টেবল সজীব ও নজরুল আহত হন। এদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা আশঙ্কাজনক; তিনি চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেলে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে, পুলিশ সদস্যদের আহত করলেও দুই ছিনতাইকারী পালাতে পারেনি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। যদিও এ নিয়ে রাতে কথা বলতে রাজি হননি তারা।
আরও পড়ুন: চার মাসের শিশু সন্তানকে অস্বীকার করছেন পুলিশ কর্মকর্তা
ইউএইচ/
Leave a reply