ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন প্রথম নারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

|

প্রথম নারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট (১৯৩৭-২০২২)

ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট (৮৪)। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারণে তার অগ্রণী ভূমিকার জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। খবর সিএনএনের।

শৈশবে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন মেডেলিন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে জড়িয়ে পড়েন ডেমোক্রেট রাজনীতির সাথে। ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন মেডেলিনকে। সেসময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন নারী ছিলেন মেডেলিন অলব্রাইট। এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডম অর্জন করেন। ম্যাডেলিনের মৃত্যুতে ২৭ মার্চ পর্যন্ত হোয়াইট হাউসসহ দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply