ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে পাকিস্তানের রাজনীতিতে বিরাজ করছে চরম অস্থিরতা। স্বাভাবিকভাবেই বেশ চাপে আছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সম্প্রতি নিজের অবস্থান নিয়ে বেশ কড়া গলায় সাংবাদিকদের সাথে কথা বলছেন ইমরান খান। খবর দ্য ডনের।
বুধবার (২৩ মার্চ) ইমরান খান সাংবাদিকদের বলেন, আমি কোনো অবস্থায়ই পদত্যাগ করবো না। আমি শেষ বল পর্যন্ত খেলবো এবং অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমক দেবো। আমার প্রতিদ্বন্দ্বীরা অনাস্থা ভোটের চাল চেলেছেন। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো চাল চালিনি।
এদিকে, দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, ইমরান খানের ওপর চাপ আরও বেড়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, ক্ষমতাসীন জোটের বড় তিনটি দল বিরোধী শিবিরে যোগ দেয়ার সিদ্ধান্ত নিতে পারে। জানা গেছে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাজনীতি বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটে যোগ দেয়ার প্রকাশ্য ঘোষণা দেবে দল তিনটি।
/এসএইচ
Leave a reply