কারাগারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

|

ছবি: সংগৃহীত

স্টেলা মরিসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বেলমার্শ কারাগারে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (২৩ মার্চ) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইন্ডিপেন্ডের প্রতিবেদনে বলা হয়, উচ্চ নিরাপত্তার এই কারাগারে অনুষ্ঠিত বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নেয়ার অনুমতি পেয়েছিলেন। এর বাইরে উপস্থিত ছিলেন দু’জন সাক্ষী ও দু’জন নিরাপত্তাকর্মী।

২০২১ সালের নভেম্বরের শুরুতে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগদত্তা ৩৮ বছর বয়সী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে বেলমার্শ কারাগারে বন্দী তিনি।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বেলমার্শ কারাগারের গেটের বাইরে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মরিস বলেন, আমি খুব খুশি এবং খুবই দুঃখিত। আমি জুলিয়ানকে মন থেকে ভালোবাসি। তিনি যদি এখন এখানে (কারাগারের বাইরে) থাকতেন!

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply