‘নিষিদ্ধ’ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, পড়লো জাপানে

|

ছবি: সংগৃহীত।

নিষিদ্ধ ঘোষিত ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল’ ছুড়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান নিশ্চিত করে এ তথ্য। দেশ দুটি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ছোড়া হয় মিসাইলটি। যা ৬ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে। এরপর, প্রায় এক হাজার কিলোমিটার দূরে জাপানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র অঞ্চলে পড়ে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনদফা বৈঠকের পর ২০১৭ সাল থেকে ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। কিন্তু, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পরই সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন নিরাপত্তা ইস্যুতে প্রতিশ্রুতি রক্ষায় তার দেশ বাধ্য নয়।

আরও পড়ুন: জাতিসংঘে রাশিয়ার প্রস্তাব বাতিল, পক্ষে শুধু চীন

এ বছরের শুরু থেকেই জোরালোভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উত্তর কোরিয়া। এ সময়কালে প্রায় ডজনখানেক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। চলতি বছরের ৫ ও ১০ জানুয়ারি পরীক্ষার পর দেশটি জানিয়েছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে তারা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply