স্টাফ রিপোর্টার, নেত্রকোণা
নেত্রকোণার দুর্গাপুরে এইচএসসি পরীক্ষায় ভুলক্রমে প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় দায়িত্বের অবহেলার অভিযোগে এনে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা দুই জনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। বিষয়টি সোমবার দুপুরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম নিশ্চিত করেছেন।
গত রোববার দুর্গাপুরের মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্ন না নিয়ে ভুলক্রমে দ্বিতীয় পত্রের সরবরাহ করা হয়েছিল। এতে ওই কেন্দ্রের পরীক্ষা শুরু হতে অন্তত ১৫ মিনিট দেরি হয়েছিল। ঘটনায় সারা দেশে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। সোমবার ওই বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। আগামী ১৪ মে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সূচি কেন্দ্র নির্ধারণ করে বোর্ড কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ‘ওই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহা. খালিদ হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইউএনও মামুনুর রশিদের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুশ শাকুর সাদি ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদারের প্রতিনিধি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সাদেকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুশ শাকুর সাদি গত রোববার বিকেলে বলেছিলেন, ‘থানার ট্রেজারি থেকে ভুলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরববরাহ করা হয়েছিল। পরে অবশ্য সঙ্গে সঙ্গে প্রথম পত্রের প্রশ্ন নিয়ে আসা হয়। এতে ১০ মিনিট সময় দেরি হয়েছিল।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মদ বলেন, ‘তদন্ত কমিটির প্রধান মোহা. খালিদ হোসেন কেন্দ্রের দায়িত্বে থাকা সকল ব্যক্তিদের সঙ্গে গত রোববার বিকেলে থেকে রাত সন্ধ্যা পর্যন্ত কথা বলে আমাদের লিখিত নিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে খালিদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
Leave a reply