ইউক্রেনে রুশ অভিযানের এক মাস পূর্ণ হলো আজ। পশ্চিমাদের হুঁশিয়ারি, জাতিসংঘে নিন্দা প্রস্তাব, একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ভ্লাদিমির পুতিন। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পর্যন্ত দিয়েছে মস্কো। নানা কূটনৈতিক তৎপরতার পরও সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৬৪টি হাসপাতালে হামলা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে রুশ বাহিনী অন্তত ৬৪টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রতিদিন দুই থেকে তিনটি হাসপাতালে হামলা করেছে রুশ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
ইউক্রেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. জার্নো হাবিচ্ট বলেছেন, স্বাস্থ্যকেন্দ্রের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কিন্তু এটিই যুদ্ধের একটি বিরক্তিকর ও সাধারণ কৌশল। তারা জরুরি অবকাঠামোগুলো ধ্বংস করে।
চলমান যুদ্ধে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কিন্তু হাসপাতালগুলোতে হামলার কারণে আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রাথমিক চিকিৎসাটুকুও দেয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।
/এনএএস
Leave a reply