আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৫ তম আসর। তবে এর আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন মাহেন্দ্র সিং ধোনি। দলটির অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে চেন্নাই তাদের আইকন প্লেয়ার হিসাবে দলে নিয়েছিল এমএস ধোনিকে। এর পর ১২ মৌসুম ধোনির অধিনায়কত্বে আইপিএলে অংশ নেয় দলটি। যেখানে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালের শিরোপা জয়সহ পাঁচ আসরে ফাইনাল খেলেছে দলটি।
আরও পড়ুন: মাশরাফী-নাঈম ঝলকে হারলো আবাহনী
জাদেজা ফ্রাঞ্চাইজিটির তৃতীয় খেলোয়াড় হিসাবে অধিনায়কত্ব করবেন। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত
ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স লিগে ইয়র্কশায়ারের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করেছিলেন সুরেশ রায়না।
জেডআই/
Leave a reply