স্মিথই যেখানে দ্রুততম

|

ছবি: সংগৃহীত।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৮ হাজার রান করে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ। এর ফলে তিনি ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার ১ যুগ আগের করা রেকর্ড।

করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ১৫১ ইনিংস খেলে ৮ হাজার রান স্পর্শ করেছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। এর আগে ১৫২ ইনিংস খেলে ৮ হাজার রান করেছেন সাঙ্গাকারা। এছাড়া ১৫৪ ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের শচীন টেন্ডুলকার।

ম্যাচ খেলার হিসেবেও সবার চেয়ে দ্রুত আট হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন স্মিথ। ৮৫টি ম্যাচ খেলেই এই রানের রেকর্ড স্পর্শ করলেন স্মিথ। যেখানে সাঙ্গাকারার লেগেছে ৯১ ম্যাচ। আর টেন্ডুলকারের লেগেছে ৯৬ ম্যাচ।

দ্রুততম আট হাজার রানের রেকর্ড স্পর্শে এর পরপরই আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স, ভারতের রাহুল দ্রাবিড়, একই দেশের বিরেন্দর শেবাগ, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ, ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও ইউনিস খান।

আরও পড়ুন: হঠাৎ চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply