কেমন আছেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য নজরুল?

|

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ সদস্য নজরুলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখনও তার অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেলের পরিচালক সাংবাদিকদের জানান, অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার রাতে বংশাল থানার সামনে হেফাজতে থাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিন পুলিশ সদস্য। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। বংশাল থানায় নিয়ে গেলে পুলিশ ভ্যান থেকে নামানোর সময় ছিনতাইকারী ইমন এলোপাতাড়ি ছুরি চালায়। এসময় এএসআই কাজল ইসলাম, দুই কনস্টেবল সজীব ও নজরুল আহত হন। এদের মধ্যে কনস্টেবল নজরুল গুরুতর আহত হন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পুলিশ সদস্যদের আহত করলেও দুই ছিনতাইকারী পালাতে পারেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply