ইউক্রেনের অর্ধেক শিশুই বাস্তুচ্যুত: ইউনিসেফ

|

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধে ইউক্রেনের অর্ধেক শিশুই বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন- ইউনিসেফ।

ইউনিসেফের বিবৃতিতে জানায়, ইউক্রেনে মোট বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে, ১৮ লাখের বেশি আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোয়। আর, নিজ জন্মভূমিতেই ঘরবাড়ি হারিয়েছে ২৫ লাখ শিশু। পরিবারের সাথে বা এতিম অবস্থায় বর্তমানে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বাংকারে দিন কাটাচ্ছে।

ইউনিসেফ বলছে, উদ্বাস্তু এই শিশুরা পাচ্ছে না প্রয়োজনীয় খাবার-পানি-ওষুধের মতো মৌলিক অধিকার। তাছাড়া, যুদ্ধ পরিস্থিতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। অনেকেই অভিভাবক হারানো বা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো মেন্টাল ট্রমা থেকে বেরোতে পারছে না। এছাড়া, সীমান্তগুলোয় মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠায়, শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বিগ্ন- ইউনিসেফ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply