কমিটি নিয়ে নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

|

কমিটি গঠন নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছের ৪ জন। এদের মধ্যে দীপন রায় ও সুমনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজন দেখা দেয়। এক পক্ষের দাবি, এদিন প্রতিনিধি সভা না হয়ে ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় এমন
ঘটনার সূত্রপাত হয়।

এ নিয়ে পুলিশ বলছে, অনুমতি না নিয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply