রংপুরের পর এবার কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মা

|

কুমিল্লা ব্যুরো:

রংপুরের পর এবার কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের পিতা-মাতা হলেন এক দম্পতি। ওই দম্পত্তি হলেন, প্রসূতি শিরিন আক্তার ও স্বামী সাইফুল ইসলাম। তারা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা। ওই দম্পতির সাত বছরের আরও এক কন্যা সন্তান রয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নবজাতকদের দাদি মর্জিনা বেগম বলেন, একসঙ্গে চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সব সময় সুস্থ রাখেন।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৩ মার্চ) রাত ১২টায় নগরীর মুন হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন প্রসূতি শিরিন আক্তার। এর মধ্যে তিনজন ছেলে ও একটি মেয়ে।

গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা জানান, শিশুগুলো নয়মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি ৪০০ গ্রাম। বাকি তিনজনের ওজন এক কেজি ১০০ গ্রাম করে। তবে তাদের মা শিরিন আক্তার সুস্থ আছেন। বর্তমানে দুই শিশু অসুস্থ অবস্থায় তাদের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, গত বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। যার মধ্যে তিনজন কন্যা এবং একজন পুত্র সন্তান। মায়ের নাম আশা বেগম। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply