৩১ বার তোপধ্বনিতে স্বাধীনতা দিবসকে স্বাগত

|

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হলো স্বাধীনতা দিবসকে।

ঢাকা পুরানো বিমানবন্দর এলাকার জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনাবাহিনী এই তোপধ্বনি করে। সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। প্রতি বছরের মত এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা পালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মান জানানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

ঐতিহাসিকভাবে সামরিক বাহিনীর এই তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর রেওয়াজ রয়েছে। তোপধ্বনির মাধ্যমে সামরিক অভিবাদনের প্রথাটি আন্তর্জাতিকভাবে প্রচলিত। বাংলাদেশে স্বাধীনতা ও বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়। দুটি দিনেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply