স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর শাহজাহানপুরের জোড়া হত্যাকাণ্ডের খুনিদের র্যাব ও পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। তবে এটি রাজনৈতিক খুন কিনা এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। আসাদুজ্জামন খান কামাল বলেন, খুনের বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। অল্প সময়ের মধ্যে রহস্য উন্মোচন হবে বলেও আশা করেন তিনি।
স্বাধীনতা দিবসের আয়োজনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলামও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি নিহত হন।
/এমএন
Leave a reply