রাজধানী কিয়েভে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমনে ধরাশায়ী রুশ বাহিনী। এমন দাবি দেশটির সামরিক বাহিনীর। খবর ফ্রান্সটোয়েন্টিফোরের।
শুক্রবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্সটোয়েন্টিফোর জানায়, দোনেৎস্ক ও লুহানস্কে ৮টি ট্যাংক ও শত্রুপক্ষের ১১ ইউনিট সমরাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছেন ইউক্রেনের চিফ অব জেনারেল স্টাফ। এছাড়াও ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ৩টি বিমান ও ৩টি ড্রোন ধ্বংস করেছে বলেও জানান তিনি।
তার দাবি, লম্বা সময় পেরিয়ে যাওয়ায় পুতিন বাহিনীর অস্ত্রভাণ্ডারের অবস্থাও বেশ নাজুক। যদিও কিয়েভসহ বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। হামলার আশঙ্কায় ভোররাতেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় রাজধানী কিয়েভ, খারকিভ, সামিসহ বেশিরভাগ শহরে। টানা বোমাবর্ষণে পুরোপুরি ধ্বংস দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দরনগরী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানী কিয়েভ ছেড়ে পালানোর সময় বেসামরিকদের গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়ে রুশ বাহিনী। হামলা থেকে বাঁচতে বেশিরভাগ গাড়ি ঘুরিয়ে নেয়া হয় উল্টো দিকে। এ ঘটনায় মৃত্যু হয় দুজনের।
/এসএইচ
Leave a reply