Site icon Jamuna Television

ডোপ টেস্টে পজেটিভ, নিষিদ্ধ হলেন প্রোটিয়া ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ডোপ টেস্টে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন প্রোটিয়া ব্যাটার জুবাইর হামজা। বাংলাদেশের সাথে চলমান সিরিজ থেকে ব্যাক্তিগত কারন দেখিয়ে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন হামজা।

এক বিবৃতিতে আইসিসি জানায়, গত জানুয়ারি মাসে ডোপ টেস্টের জন্য নমুনা নেয়া হয় জুবাইর হামজার। এর ফলাফল আসার পর ফিউরোসেমাইডের উপস্থিতি পাওয়া যায় তার শরীরে। ফলে আইসিসির ডোপিং কোড সেকশন এস-৫ মোতাবেক সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে হামজাকে।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, জুবাইর ডোপ টেস্টের ফল অস্বীকার করেনি এবং আইসিসির অধীনে নিষেধাজ্ঞাও মেনে নিয়েছে।

২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় জুবাইর হামজার। তিনি দক্ষিন আফ্রিকার ১০০ তম টেস্ট ক্রিকেটার ছিলেন।

আরও পড়ুন: আইপিএলের আসর শুরু, আজ লড়বে যারা

এম ই/

Exit mobile version