সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
রোববার (২৭ মার্চ) সকাল বেলা ১১টার দিকে লঞ্চের দোতলার একটি ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদফতরের চিফ ইঞ্চিনিয়ার মাহবুব হোসেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
চিফ ইঞ্চিনিয়ার আরও জানান, লঞ্চের ভেতর অগ্নিনির্বাপক সংক্রান্ত যতো ব্যবস্থা ছিল সবগুলোই ব্যবহার করা হয়েছে। তবু আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এসজেড/
Leave a reply