বিশ্বের যেকোনো দলের চেয়ে বাংলাদেশের অভিজ্ঞতা বেশি: মাশরাফী

|

গণমাধ্যমের সাথে কথা বলছেন মাশরাফী বিন মোর্ত্তাজা।

বিশ্বের যেকোনো সেরা দলের চেয়ে বাংলাদেশের এই দলের অভিজ্ঞতা বেশি বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলার সময় মাশরাফী বলেন, বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্যের সহায়তাও প্রয়োজন, কেবল ভালো খেললেই হয় না।

মাশরাফী আরও বলেন, খেলোয়াড়দের ফিট থাকা ও ফর্মে থাকা জরুরি। বিশ্বকাপের সময় সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর বয়স হবে ৩৬/৩৭। তাদের ফিটনেস ও ফর্ম খুবই জরুরি। বিশ্বকাপ ভারতের মাটিতে হবে বলে আমি আশাবাদী, সেমিফাইনালে যাবে বাংলাদেশ। আর সেমিফাইনাল-ফাইনালে ভালো পারফর্ম করার সাথে ভাগ্যের সহায়তাও জরুরি। তাছাড়া, উন্নতির কোনো শেষ নেই। বড় বড় টুর্নামেন্টে ভুল যত কম হবে ততোই ভালো। ২০১৫ সাল থেকেই ভালো খেলছে এই দল। দেশে তো আমরা তখন থেকেই জিততাম, এখন বাইরেও সিরিজ জয় করছি। এখন সিরিজ জেতার গ্রাফটা বাড়ানো দরকার।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স প্রসঙ্গে মাশরাফী বলেন, এই ফরম্যাটে আমরা বিশ্বের যেকোনো প্রতিপক্ষকে যেকোনো কন্ডিশনে হারাতে পারি। সিনিয়রদের সাথে তরুণ খেলোয়াড় যেমন ইয়াসির, শরিফুল, তাসকিন, আফিফ দুর্দান্ত খেলছে। তাসকিন দারুণভাবে ফিরে এসেছে। শরিফুল যেভাবে বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে লাইন-লেন্থ নিয়ন্ত্রণে রেখে আধিপত্য বজায় করে, তা এক কথায় অসাধারণ।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply