Site icon Jamuna Television

দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের একটি মানুষও গৃহহীন, ঠিকানাহীন বা ভূমিহীন থাকবে না। অন্তত বেঁচে থাকার একটু সুযোগ সরকার করে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন শতভাগ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এসজেড/

Exit mobile version