রুশ আগ্রাসনে বাস্তুহারা ৩০ ইউক্রেনীয় নাগরিককে নিজের ঘরে আশ্রয় দিয়েছেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। নিজ ঘরের হোম থিয়েটারকে বাস্তুহারাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে তিনি।
মার্কা জানায়, জিপসিদের একটি সংস্থা বার্সেলোনার গ্রাসিয়া থেকে ক্রাকোউতে গিয়েছিল খাবার ও ইউক্রেনীয় রিফিউজিদের নিয়ে আসতে। কেইলর নাভাস বিষয়টি জানতে পেরে এই শরণার্থীদের জায়গা করে দেন নিজের বাসায়। ঘরের হোম থিয়েটারকে আশ্রয়কেন্দ্র বানিয়ে শরণার্থীদের জায়গা দিয়েছেন তিনি। মার্কা জানায়, হোম থিয়েটারে ৩০টি বিছানার ব্যবস্থা করেছেন নাভাস। এছাড়া, নাভাসের স্ত্রী আন্দ্রেয়া সালাস দায়িত্ব নিয়েছেন খাবার তৈরি করে তাদের খাওয়ানোর।
এর আগে, ২০১৭ সালে টাইমস অব হোপ ফাউন্ডেশন নামের চ্যারিটি প্রতিষ্ঠা করেন নাভাস-সালাস দম্পতি। নিজ দেশ কোস্টারিকার সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার জন্য কাজ করেছে এই চ্যারিটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: ডাচদের কাছে ডেনিশদের হার, গোল করে এরিকসেনের স্মরণীয় প্রত্যাবর্তন
এম ই/
Leave a reply