দক্ষ চিকিৎসক না থাকায় ক্লিনিক সিলগালা

|

ঠাকুরগাঁও প্রতিনিধি

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ায় অবস্থিত রহমান ক্লিনিক ও ডায়গনেষ্টিক সেন্টারটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ঐ ক্লিনিকে অভিযান চালালে অভিযোগের সত্যতা পায় আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের গোয়ালপাড়া এলাকায় অবস্থিত রহমান ক্লিনিক ও ডায়গনেষ্টিক সেন্টারে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালালে সত্যতা পাওয়া যায়। তাছাড়া এ ক্লিনিকের বৈধ কাগজপত্র না পাওয়ায় ও দক্ষ চিকিৎসক ছাড়াই চিকিৎসাপত্র প্রদান করায় জনস্বার্থে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষকে পাঁচ হাজার এবং ক্লিনিকে কর্মরত কর্মচারীদের এক হাজার টাকা করে জরিমানাও করা হয়।

এ সময় আদালত পরিচালনাকালে জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলামসহ আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply