গ্লোবাল উইম্যানস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ এপ্রিল অস্ট্রেলিয়ায় এই পুরস্কার দেয়া হবে। একইসঙ্গে তিনি সিডনিতে অনুষ্ঠেয় ‘২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন’ শীর্ষক সভায় অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে আগামী ২৬ এপ্রিল তিনদিনের সফরে সে দেশে যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে গ্লোবাল সামিট অব উইম্যানে অংশ নেয়া ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী অস্ট্রেলিয়া সফরে হিসেবে যাবেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও পররাষ্ট্র সচিব শহিদুল হক । আগামী ২৮ এপ্রিল দেশে ফিরবেন শেখ হাসিনা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply