‘যাদের কেনার টাকা নেই, ডোনেট বক্স থেকে সবজি নিন’

|

দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হতদরিদ্র মানুষের জন্য চট্টগ্রামে ভিন্নধর্মী এক উদ্যোগ ‘মানবিক বাজার’। চট্টগ্রাম ও রাঙ্গামাটির ১৭টি কাঁচাবাজারে বসেছে অভিনব ‘ডোনেট বক্স’। যেখানে স্বচ্ছল ক্রেতারা সবজি রাখছেন, আর নিঃসংকোচে নিচ্ছেন দরিদ্ররা। কয়েক যুবকের এই মানবিক উদ্যোগ সাড়া ফেলেছে বন্দরনগরীতে।

কাঁচাবাজারে ঢুকতেই চোখে পড়বে ডোনেট বক্স নামে পরিচিত বক্সটি। চট্টগ্রাম শহরের ৫টি কাঁচাবাজার এবং হাটহাজারী ও রাঙ্গামাটির কয়েকটি বাজারে বসেছে এমন ১৭টি বক্স। শাকসবজি কেনার পর স্বচ্ছল ক্রেতারা কিছু রাখছেন এখানে, আর নিচ্ছেন কেনার সামর্থ্য না থাকা হতদরিদ্ররা।

মূলত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শুরুর পর বিপাকে পড়া স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতেই ভিন্নধর্মী এ উদ্যোগ। যা পরিচিতি পেয়েছে মানবিক বাজার হিসেবে। ঝুড়ি থেকে নিঃসংকোচে সবজি নিতে পারেন যে কেউ। ঝুড়ি খালি হলে দ্রুত পূর্ণ করা হয়। এ কার্যক্রম দেখে অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত।

ভিন্নধর্মী এই ডোনেট বক্স চট্টগ্রামের কিছু যুবকের মানবিক চিন্তার ফসল। ডোনেট বক্সের উদ্যোক্তা কায়সার আলী চৌধুরী বললেন, প্রতিদিনকার খাবারের মূল্য বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছেন তারা। আরেক উদ্যোক্তা আবু হাসান জানালেন, শুধু হতদরিদ্ররাই নয়, এই বক্স কাজে লাগছে মধ্যবিত্তদেরও। আপাতত রমজান মাস পর্যন্ত এ কার্যক্রম চালু রাখার লক্ষ্যের কথাও জানালেন উদ্যোক্তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply