রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে পরবর্তী বৈঠক তুরস্কে

|

রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে পরবর্তী ধাপের বৈঠক তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় মঙ্গলবার (২৯ মার্চ) দুপক্ষ বৈঠকে বসবে। ডেইলি সাবাহর খবরে জানানো হয়েছে এমন তথ্য।

এর আগে চলমান সংঘাত ইস্যুতে ফোনালাপ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, তুরস্কের সাথে রাশিয়া ও ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাসব্যাপী চলা যুদ্ধের মধ্যস্থতা করতে চেষ্টা চালাচ্ছে ন্যাটো সদস্যটি। ইউক্রেনে সামরিক অভিযানকে অগ্রহণযোগ্য বললেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরোধিতা করছে তুরস্ক। ন্যাটো সদস্য হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইস্তানবুল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply