বোলার ও উইকেটরক্ষকের আবেদন ছাড়াই এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও খেলাঘরের ম্যাচে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ঘটনায় আম্পায়ার মুকুলকে কারণ দর্শানো নোটিস দিয়েছে বিসিবি।
আবাহনীর বিপক্ষে খেলাঘরের হাসানুজ্জামানকে বিতর্কিত আউট দিয়ে সমালোচনায় পড়েন মাসুদুর রহমান মুকুল। প্রিমিয়ার লিগের খেলার আম্পায়ারিংয়ের মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠে আসলেও এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি।
ম্যাচটিতে আবাহনীর বোলার বল করেন মিডল -লেগ স্ট্যাম্পের লাইনে। খেলাঘরের ব্যাটার বলটি রক্ষণাত্মকভাবে ফেরানোর চেষ্টা করেন। বল ব্যাটে লেগে ব্যাটারের দুই পায়ের মাঝ দিয়ে চলে যায় ফাইন লেগ অঞ্চলে। এই ঘটনায় বোলার আরাফাত সানি এবং উইকেটরক্ষক কেউই আবেদন করেননি। স্লিপ ফিল্ডার মৃদু আবেদন করার সাথে সাথেই তর্জনী উচিয়ে আম্পায়ার জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। এ ঘটনায় কেবল ব্যাটার হাসানুজ্জামানই নয়, বোলার নিজেই বিস্মিত হয়ে ভুলে গিয়েছিলেন উদযাপনের কথা!
আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেফার আহমেদ জানিয়েছেন, এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সকলের। প্রাথমিক আলাপচারিতায় মাসুদুর রহমান বলেন, মনোযোগের ঘাটতির কারণে ভুলবশত এমন সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
এম ই/
Leave a reply