Site icon Jamuna Television

আজ শুরু হচ্ছে সংসদের ১৭তম অধিবেশন

ফাইল ছবি।

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (২৮ মার্চ)। এদিন বিকেল ৫টায় ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে।

গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশনের আহ্বান করেন। আজকের সংসদ অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল তোলার কথা রয়েছে। এছাড়া করোনার কারনে এবারের অধিবেশনেও স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা জানানো হয়েছে।

আগামী জুনে অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।

/এমএন

Exit mobile version