Site icon Jamuna Television

রেজিমেন্ট অব আর্টিলারি এর ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

রেজিমেন্ট অব আর্টিলারির ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ মার্চ) চট্টগ্রামের হালিশহরে শহীদ নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ এবং মুজিব ব্যাটারি সড়ক উদ্বোধন করেন সেনা প্রধান। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এসজেড/

Exit mobile version