লাখ টাকার জাল নোট বিক্রি হতো ১০ হাজার টাকায়। গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়ায়, এর সরঞ্জাম সংগ্রহ করা হতো চট্টগ্রাম থেকে। প্রশিক্ষিত এ চক্রটির লক্ষ্য ছিল আসন্ন ঈদ বাজার। কিন্ত তার আগেই ধরা পড়েছে মূলহোতাসহ ৪ জন। কারখানায় মিলেছে ১৬ লাখ জাল টাকা।
এই চক্রের অন্যতম হোতা সাইফুদ্দীন। অষ্টম শ্রেণি পাসের পর গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রশিক্ষণ নেয় সে। পরে জাল টাকা তৈরি কলাকৌশল রপ্ত করে। এরপর চট্টগ্রাম থেকে বিশেষ ধরনের কাগজ কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ দোকানে নিয়ে সেখানে প্রতি ঘণ্টায় ৪টি ধাপ পেরিয়ে অবিকল হাজার টাকার মতো দেখতে জাল নোট তৈরি করতো সাইফুদ্দিন। প্রশিক্ষণ দেয় ৩ সহযোগী সাইফুল, মিসবাহ ও জিয়াউদ্দিনকেও।
ঈদ বাজারকে টার্গেট করে বাজারজাতের জন্য প্রস্তুত করা ১৬ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ চক্রটিকে কুতুবদিয়া থেকে আটক করেছে র্যাব। চক্রটি লাখ টাকার জাল নোট বিক্রি করতো ১০ হাজার টাকায়। যার ক্রেতা মূলত মাদক ও অস্ত্র সরবরাহকারীরা।
দীর্ঘদিন ধরে সক্রিয় চক্রটিকে ধরার পর এবার তাদের কাছে বিশেষ ধরনের কাগজ সরবরাহকারীদের সন্ধানে নেমেছে র্যাব।
এসজেড/
Leave a reply