মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

|

মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে মেহেরপুরে হচ্ছে দেশের ৫৩তম সরকারি বিশ্ববিদ্যালয়। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইনের অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টিতে প্রফেশনালস কোর্স ও বিজনেস ইনকিউবেটর করার সুযোগ থাকছে।

মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে এদিন তিনি সশরীরে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। উল্লেখ্য, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনালন কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply