কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সিটি কলেজ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিদুয়ান নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিটি কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত রিদুয়ান সন্ধ্যা ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরিকাঘাত করা হয়। দুই গ্রুপের তর্ক-বিতর্কের এক পর্যায়ে বহিরাগতরা এসে তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানোর দুই ঘণ্টা পর মারা যান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র মারা গেছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছিলেন।
/এসএইচ
Leave a reply