রুশ বাহিনীর হাত থেকে একটি শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেন

|

রুশ বাহিনীর কাছ থেকে ইরপিন শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেন। সোমবার (২৮ মার্চ) এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে সেনারা। চাপের মুখে পিছু হটছে রুশ সেনারা। ইরপিনের মেয়রও জানান, কয়েকদিনের যুদ্ধের পর মুক্ত হয়েছে শহরটি।

তবে কিয়েভের উত্তরাঞ্চল এখনও মস্কোর নিয়ন্ত্রণে বলে স্বীকার করেন জেলেনস্কি। রয়টার্সের খবর বলছে, দখল ফিরে পেতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনারা। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, আজারবাইজান ও ইতালির নেতাদের সাথে আলোচনা হয়েছে তার। পশ্চিমাদের প্রতি রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি। যুদ্ধবিমান, মিসাইল প্রতিরোধ ব্যবস্থাসহ সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছেন আবারও।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, গত বছরই বলেছিলাম রুশ আগ্রাসন ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে অনেক ধরনের অবরোধের ইঙ্গিত বা হুঁশিয়ারি দেয়া হচ্ছে। আমাদের কি তবে রাসায়নিক হামলা পর্যন্ত অপেক্ষা করতে হবে? এ পর্যন্ত যে আগ্রাসন চালিয়েছে সেটাই কি নিষেধাজ্ঞা জোরদারে যথেষ্ট নয়?

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply