বাংলাবান্ধা দিয়ে ত্রিদেশীয় পরীক্ষামূলক বাস চলাচল শুরু

|

পঞ্চগড় প্রতিনিধি

দেশের একমাত্র ত্রি দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আজ বিকাল ৫ টায় ভারত ও নেপালের সাথে পরীক্ষামূলক বাস যোগাযোগ শুরু হয়েছে। ভারত, বাংলাদেশ ও নেপালের ৪০ জন প্রতিনিধি নিয়ে গতকাল সোমবার ঢাকার কল্যানপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর একদিন পর মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় বাংলাবান্ধা স্থলবন্দরে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি হান্নান শেখ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়া জানান, তার নেতৃত্বে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বুধবার সকালে ভারতের শিলিগুড়িতে রাত্রি যাপন শেষে নেপালের কাঠমুন্ডুর দিকে যাত্রা করবে। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকরা মনে করছেন এই বাস যোগাযোগ স্থাপনের হলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্রে ব্যপক সম্ভাবনার দ্বার উম্মোচিত হবে ।
উল্লেখ্য যে, বাস দুইটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, ভারত ও নেপালের প্রতিনিধি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিসহ ৪০ জন প্রতিনিধি ছিলেন। তারা বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিক্যাল এগ্রিমেন্টের (বিবিআইএনএমভিএ) আওতায় সড়ক যোগাযোগে যাতায়াতের সম্ভাব্যতা যাচাই শেষে মতমত প্রদান করবেন। ২০১৫ সালে ভূটানের থিম্পুতে ত্রিদেশীয় সড়ক যোগাযোগের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, এই ভ্রমণে তারা ভাড়া নির্ধারণ, যাত্রাবিরতির স্থান নির্বাচনসহ অন্যান্য বিষয়াদি নির্ধারণ করবেন।

বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাস সূত্রটি আরও জানায়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে সে দেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। বাংলাদেশের সাথে নেপালের বাণিজ্যও দিন দিন সম্প্রসারিত হচ্ছে। অন্যদিকে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক নেপাল ভ্রমণ করছেন এবং তার সংখ্যাও বাড়ছে। প্রতিবছর কয়েক হাজার নেপালী গবেষক, পর্যটকসহ বৌদ্ধ ধর্ম পিপাসুরা বাংলাদেশের বগুড়ার মহাস্থান গড়, অতীশ দীপংকরের জন্মস্থান ভ্রমণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply