তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ পাকিস্তান ও অস্ট্রেলিয়া পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। লাহোরে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে খেলাটি।
দুই যুগ পর পাকিস্তান সফরে এসে চনমনে মেজাজে রয়েছে অজিরা। প্রথম দুই টেস্ট ড্র করলেও তৃতীয় টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ। তাই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে পুরো দল।
এদিকে টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। শেষ প্রস্তুতি সেশনে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে আত্মবিশ্বাসী দল নিয়ে মাঠে নামতে চায় স্বাগতিকরা। এজন্য অনুশীলনে তারা ঝরিয়েছে বাড়তি ঘাম।
ইউএইচ/

