ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটারের র্দীঘ যানজট

|

যানজটে আটকা পণ্য বোঝাই সারি সারি ট্রাক।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো। নির্দেষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতেই এসব মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

মঙ্গলবার (২৯ মার্চ) ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে পুংলী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩নম্বর ব্রিজের উপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এর কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হয়ে যাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply